স্টার্টআপের একটা সুবর্ণ সময় যাচ্ছে বাংলাদেশে। ডিজিটাল স্পেস বিস্তৃত হচ্ছে। স্টার্টআপের সাথে অনেক বিষয়াদি জড়িত ; স্টার্টআপগুলোর আইনী দিক পরিপালন তার একটা। সচরাচর ব্যবসায়িক দিক পরিপালনেও প্রচুর ঝামেলা পোহাতে হয়। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্র্যান্ড এনফোর্সমেন্ট বা ট্রেডমার্ক, প্যাটেন্ট – আরো কত কী! Legal solution Bd – একটা ওয়ান স্টপ লিগ্যাল সলিউশনের নাম! আপনার ব্যবসায়িক যাবতীয় আইনী সমাধানের অনন্য প্রতিষ্ঠান। শুরুতে যেটা বললাম, দেশীয় ব্যবসায় সিনারিও বা দৃশ্যপটে পরিবর্তন আসছেই ; মানুষ এখন আইনী দিক পরিপালনে যথেষ্ট সচেতন।আর সে জায়গায় লিগ্যাল সলিউশন বিডির প্রত্যয়! প্রশ্ন আসে, কিসের প্রত্যয়? প্রত্যয় হলো আপনার সেই ‘ ঝামেলা’গুলো হাসিমুখে সমাধানের প্রত্যয়। একেবারে ট্যাক্সেশন থেকে নিয়ে কোম্পানী রেজিষ্ট্রেশন, ট্রেডমার্ক, প্যাটেন্ট রেজিষ্ট্রেশন, বৈদেশিক বিনিয়োগ, স্টার্টআপের আইনী বিষয়গুলো, যে কোন ধরণের ব্যবসায়িক লাইসেন্সিং, বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক সেবা ( Intellectual property), ভ্যাট মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ কর্পোরেট সমাধান বলতে যা বুঝায় আর কী। জানি, এখন ভাবছেন Legal solutin Bd – ই কেন? ছোট্ট জবাব – বৈচিত্র্যময় টীম, পেশাদার মনোভাব আর আমাদের ক্লায়েন্ট পুল এবং অতি অবশ্যই এই ফিল্ডে আমাদের পদচারণা ; এই শক্তিগুলোর বলে বলীয়ান হয়ে আমরা বলতেই পারি আমরাই আপনার সর্বোত্তম সমাধান। ক্লায়েন্ট-কেন্দ্রীক সমাধান, স্পিডি সার্ভিস, তুলনামুলক ব্যয়ে সমাধান আর সহজপ্রাপ্যতা – এই মিশেলগুলো আমাদের চালিকাশক্তি। আমরা বলছি না বা বলি না যে ; আপনি এখান থেকেই সেবা নিন, তবে একটা ফোন তো দিতে পারেন! আমাদের টীম দিনে, রাতে অথবা উইকেন্ডে – যে কোন সময় আপনাকে সময় দিতে প্রস্তুত। তথ্য-প্রযুক্তির এমন এক সময়ে আমরা এসে পড়েছি, যখন ব্যবসা -বাণিজ্য অনেক বেশী আইটি ইনক্লুসিভ হয়ে যাচ্ছে। সময়ের ফেরে পরিবর্তন আসছে বিভিন্ন বিষয়াদিতেও। আর যে কোন উত্তম ব্যবসায়িক পরিকল্পনার বড় অংশজুড়ে থাকে আইনী দিকগুলোর প্রতিপালন। উন্নত বিশ্ব এসব নিয়ে বহু আগে থেকেই সচেতন। আশার বিষয়, আমাদের স্টার্টআপ দৃশ্যপটে পরিবর্তনের পাশাপাশি এসব দিকেও পরিবর্তন আসছে। আর নিশ্চয়ই এটাও আনন্দের খবর আপনাদের জন্য, Legal Solution Bd আপনাদের সেই পরিবর্তনের অংশীদার হওয়ার পথে বেশ ভালোভাবেই আছে এবং থাকতে চায়। একটা বিষয় পরিষ্কার, আগে এসব আইনী ঝামেলা মানুষ পাশ কাটানোর চেষ্টা করতো, এখনো করেন না তাও নয়!তবে বুদ্ধিমান তো তারাই যারা এসব বিষয়াদি একেবারে খুঁতখুঁতে ভাবে পরিপালন করেন আর আপনাদের সেই Meticulous অংশীদার হতে যাচ্ছে Legal solution Bd. আবারো একটু মনে করিয়ে দিই ; ক্লায়েন্ট সন্তুষ্টি, তুলনামুল মূল্যে সেবা, সেরা টীম, ফ্লেক্সিবল টাইমিং এবং Real-time অভিজ্ঞতা – এসব কিছুর একটা পূর্ণাঙ্গ প্যাকেজ Legal Solution Bd. ব্যবসা ও সমৃদ্ধি আপনার… ঝামেলা আর উত্তরণটুকু আমাদের হাতে দিন..