IRC বা ইমপোর্ট রেজিঃ সার্টিফিকেট আমদানি ব্যবসার প্রধান শর্ত। বাংলাদেশ আমদানি প্রধান দেশ হওয়ায় এবং ব্যবসা-বাণিজ্যে সম্প্রতি সুযোগ বৃদ্ধি পাওয়ায় এর বহুল ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। লিগ্যাল সলিউশন বিডি এই সেবা প্রদানের নিমিত্তে পাঠকদের উদ্দেশ্যে এর প্রাপ্তির ধাপগুলো তুলে ধরছে – ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরন করতে হয় ১. আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের (Chief Controller) অফিস থেকে আমদানি নিবন্ধন ফরম সংগ্রহ করতে হবে। ২. আমদানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় নির্ধারিত ফি জমা দিতে হয়। (ইম্পোর্ট পলিসি অর্ডার ২০১২-১৫ অনুযায়ী কিছু মনোনীত ব্যাংকে নবায়ন ফি জমা দেয়া যায়) ৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের বরাবর জমা দিতে হয়। প্রয়োজনীয় কাগজপত্রসমূহ: *প্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় হালনাগদকৃত ট্রেড লাইসেন্স *ই-টিনআইএন( E-TIN)/আয়কর প্রত্যয়নপত্র *প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা সম্পর্কিত মনোনীত ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট *স্বীকৃত চেম্বার/ব্যবসায় সংশ্লিষ্ট ট্রেড অ্যাসোসিয়েশনের হালনাগদকৃত সদস্যতা সনদপত্র *আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি *বিশেষায়িত ব্যবসায়ভুক্ত আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স/অনুমতিপত্র (প্রযোজ্যক্ষেত্রে) *অংশীদারী ব্যবসায় হলে রেজিস্টার্ড অংশীদারী দলিল (আরজেএসসি( RJSC)/সাব-রেজিস্ট্রি অফিস হতে জারিকৃত) *লিমিটেড কোম্পনির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন( incorporation certificate) আর্টিক্যাল অব এসোসিয়েশন( Articles of Associatio),মেমোরেন্ডাম অব এসোসিয়েশন( MOA)। *পরিবেশগত সনদপত্র( কোম্পানির ক্ষেত্রে)। *কোম্পানী প্যাড। *মোবাইল ও ই-মেইল। সাধারণভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এর জন্য এই ডকুমেন্টসগুলিই যথেষ্ট। আমদানি লাইসেন্স নিবন্ধন ফি হার আপনার আমদানির পরিমাণের উপর ভিত্তি করে আমদানি নিবন্ধন ফি নির্ধারিত হয়ে থাকে এবং এই আমদানি নিবন্ধন লাইসেন্স এক বছরের জন্য প্রদান করা হয়ে থাকে। আমদানি নিবন্ধন লাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হয়। নিবন্ধন ফি ও নবায়ন ফি হার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো: সারচার্জবিহীন নবায়নের সময়সীমা প্রতিবছর ১লা জুলাই হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকল প্রকার ফি এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। নিবন্ধন ফি ও নবায়ন ফি এর হার: প্রথম ৫ লক্ষ টাকা ৬৯০০ টাকা দ্বিতীয় ২৫ লক্ষ টাকা ১২৬৫০ টাকা তৃতীয় ৫০ লক্ষ টাকা ২১৮৫০ টাকা চতুর্থ ১ কোটি টাকা ৩৫৬৫০ টাকা পঞ্চম ৫ কোটি টাকা ৫২৯০০ টাকা ষষ্ঠ ৫ কোটির উর্দ্ধে ৭০১৫০ টাকা নবায়ন ফি হার ঃ প্রথম ৫ লক্ষ টাকা ৪৬০০ টাকা দ্বিতীয় ২৫ লক্ষ টাকা ৬৯০০ টাকা তৃতীয় ৫০ লক্ষ টাকা ১২৬৫০ টাকা চতুর্থ ১ কোটি টাকা ১৮৪০০ টাকা পঞ্চম ৫ কোটি টাকা ২৬৪৫০ টাকা ষষ্ঠ ৫ কোটির উর্দ্ধে ৩৫৬৫০ টাকা মোটাদাগে, এই হলো প্রসেস। চিন্তার কিছুই নেই ; লিগ্যাল সলিউশন বিডি, আপনার ওয়ানস্টপ সলিউশন সাথেই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *